নিজস্ব প্রতিনিধি: সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার ৩০টি সরকারি ও প্রাথমিক কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষার্থীদের ট্যালেন্টফুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেড—এই তিন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্তরা নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন।
পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন হল সচিব মোহাম্মদ খোরশেদ আলম, হল সুপার আলতাফ হোসেন সবুজ, সহ-হল সুপার মনির হোসেন মুন্না এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদ হোসেন। কেন্দ্র পরিদর্শক হিসেবে ছিলেন আবদুল কাদের ও আবদুল মতিন।
পরীক্ষা কার্যক্রম তদারকি করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসআর রানা চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর চৌধুরী ও উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু।



19Share