সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
এক টাকায় ফরমালিন পরীক্ষা

এক টাকায় ফরমালিন পরীক্ষা

এক টাকায় ফরমালিন পরীক্ষা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:ফরমালিনবিরোধী অভিযানের মধ্যে খাদ্যদ্রব্যে রাসায়নিকটির উপস্থিতি শনাক্তে এসেছে স্বল্প ব্যয়ের এক প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র এক টাকা ব্যয়ে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা যাবে বলে দাবি করেছেন এর উদ্ভাবক। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ ‘ফরমালিন টেস্টারের’ মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। তরুণ কৃষিবিজ্ঞানী ফারুক বিন হোসেন ইয়ামিনের উদ্ভাবিত এ পরীক্ষায় ফল, সব্জি ও মাছে ফরমালিনের উপস্থিতি মাত্র ৫ সেকেন্ডে ধরা পড়বে বলে দাবি করেছেন তিনি। এই ‘ফরমালিন টেস্টার’র দাম ধরা হয়েছে ২০০ টাকা, যা দিয়ে অন্তত ২০০ বার ফরমালিন পরীক্ষা করা যাবে। ফলে প্রতি পরীক্ষায় খরচ হবে মাত্র এক টাকা। যে কোনো ফল, সব্জি বা মাছ পানিতে ধুয়ে সেই পানিতে টেস্টারের রাসায়নিক মেশানোর ৫ সেকেন্ডের মধ্যে পানির রং বদলের মাধ্যমে ফরমালিনের উপস্থিতি বোঝা যাবে।

অনুষ্ঠানে উদ্ভাবক ইয়ামিন বলেন, সাধারণত ফরমালিন শনাক্ত করতে যেসব পরীক্ষা করা হয়, তার মূল উপাদান থাকে বিভিন্ন ধরনের অ্যাসিড। তবে তার এই ‘কিটে’ যে রাসায়নিক ব্যবহার করা হয়েছে তাতে কোনো অ্যাসিড নেই, ফলে যে কেউ এটি ব্যবহার করতে পারবে।

‘ফরমালিন টেস্টার’ বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের সনদপ্রাপ্ত এবং বিসিক নিবন্ধিত বলে অনুষ্ঠানে জানানো হয়।

‘জীবনের জন্য নিরাপদ প্রযুক্তি’ স্লোগানে এই ফরমালিন টেস্টার বাজারে আনছে স্বপ্ন বাংলা অ্যাগ্রো কেয়ার।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা হুমায়ুন চিস্তি জানান, বৃহস্পতিবার থেকেই সারা দেশের বিভিন্ন দোকানে এ কিট পাওয়া যাবে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর এবং প্রতিটি থানায়ও এই ফরমালিন টেস্টার মিলবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাঈয়ীদ, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, আমরাই বাংলাদেশ’র সহপ্রতিষ্ঠাতা আরিফ আর হোসেন প্রমুখ।

শিক্ষা আরও সংবাদ

রামগতিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পাঁচ বিষয়, ৪ দিনে নেওয়ার তারিখ ঘোষণা

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের মাঝে  সনদ ও পুরষ্কার বিতরণ 

রামগতিতে আ’লীগ নেতাদের দিয়ে কলেজের গভর্নিং বডি গঠনের গোপন বৈঠক; স্থানীয়দের ক্ষোভ

ভবানীগঞ্জে গীতা শিক্ষা নিকেতন এর বর্ষপূর্তিতে পুরস্কার বিতরণ বিদায়ী সংবর্ধনা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি-সমৃদ্ধি নিয়ে লক্ষ্মীপুরে সেমিনার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com