সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর বিএন সরকারি প্রা বিদ্যালয়: স্যাঁত-স্যাঁতে পরিবেশে পাঠদান

রায়পুর বিএন সরকারি প্রা বিদ্যালয়: স্যাঁত-স্যাঁতে পরিবেশে পাঠদান

রায়পুর বিএন সরকারি প্রা বিদ্যালয়: স্যাঁত-স্যাঁতে পরিবেশে পাঠদান

রায়পুর প্রতিনিধি: আঁঙ্গো কেলাশে(ক্লাশে) বৃষ্টির পানি পড়ে ও গন্ধ লাগে। হেরপরেও স্যারেরা ওই রুমে আঁঙ্গো কেলাশ লয়। আঁঙ্গো স্কুলের পাশে একখান বিল্ডিং অইলে অনেক বালা ওইতো। কেলাশ করতে আঁঙ্গো খুব কষ্ট অয়।

আন্নেগ পত্রিকায় একটু লিখিয়েন । মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের বাবুরহাট এলাকায় অবস্থিত বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গেলে শিশু ও প্রথম শ্রেনীর কয়েক জন শিশু ছাত্রী এ কথাগুলো বলে। একটি ভবন ও খেলার মাঠের অভাবে এবং বৃষ্টির পানি ও স্যাঁত-স্যাঁতে পরিবেশে ৫শতাধিক শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পাঠদান করতে হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ১৯৩৩ সালের জানুয়ারীতে ৩৩ শতাংশ জমির উপর মরহুম সমাজসেবিকা বদরেন্নেছা (বিএন) নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন একই এলাকার এসহাক পাটওয়ারী, আহাম্মদ আলী হাওলাদার ও ইসমাইল হোসেনসহ ৫ সমাজ সেবক ও শিক্ষানুরাগী। প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর নানা অবহেলিত ও প্রতিকুলতার মধ্যে দিয়ে স্কুলটি ভাল ফলাফল অর্জন করে আসছে। কিন্তু বর্তমানে স্কুলটির একটি ভবন খুবই প্রয়োজন। সামনের অংশটি ভেঙ্গে পুকুরে পড়ে যাচ্ছে। বাঁশের বেড়া ও টিনের তৈরি ৩কক্ষ বিশিষ্ট কক্ষে বৃষ্টির পানি স্যাঁত-স্যাঁতে পরিবেশে শিশু শিক্ষার্থীদের পাঠদানে চরম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকসহ ৯ সহকারী শিক্ষক দিয়ে শিশু থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৫২৭জন শিক্ষার্থী ৩টি জরাজির্ন কক্ষসহ ৬টি পাকা ভবনের কক্ষে পাঠদান কষ্টকর হয়ে পড়েছে। একাধিকবার একটি ভবন ও খেলার মাঠ নির্মানের জন্য সংস্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

শিশু ও ১ম শ্রেনীর ছাত্রী-ফাতেমা , অনন্যা, রাবেয়া, আয়েশা, জুবেদা ও মালিহা জানায়, আঁঙ্গো কেলাশে(ক্লাশে) বৃষ্টির পানি পড়ে ও গন্ধ লাগে। হেরপরেও স্যারেরা ওই রুমে আঁঙ্গো কেলাশ লয়। আঁঙ্গো স্কুলের পাশে একখান বিল্ডিং অইলে অনেক বালা ওইতো। কেলাশ করতে আঁঙ্গো খুব কষ্ট অয়। আন্নেগ পত্রিকায় একটু লিখিয়েন।

প্রধান শিক্ষক গোলাম ফারুক জানান, স্কুলের ৬৫শতাংশ খালি জায়গায় একটি ভবন ও শিশুদের জন্য খেলার মাঠ স্কুলটির চেহারা পাল্টে যেতো।স্কুলটির ফলাফল শতভাগ। এবছর ৬জন বৃত্তি ও ৮জন জিপিএ ৫ পেয়ে উর্ত্তির্ন হয়েছে। স্কুলটির সামনের অংশ ভেঙ্গে পুকুরে পড়ে যাচ্ছে। যেকোন সময় বড় ঝড়-তুফান হলে স্কুলটি ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। একটি ভবনের জন্য একাধিকবার সংস্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোন লাভ হয়নি।

শিক্ষা আরও সংবাদ

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি’ রাবির নতুন সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক হৃদয়

এইচএসসিতে কাজী ফারুকী কলেজের অভাবনীয় সাফল্য

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান উৎসব

রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com