করোনাকালীন সঙ্কটময় মুহূর্তে মানবিক অবদানের স্বীকৃতি স্বরুপ শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড পেয়েছে লক্ষ্মীপুরের পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু এ পুরস্কার গ্রহন করেন। এসময় তাদের সংগঠনের কেন্দ্রিয় সভাপতি মোঃ শাহিন আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ইসমাইল হোসেন বাবু লক্ষ্মীপুর থেকে বেড়ে ওঠা জাতীয় সাসাজিক সংগঠন সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের বাসিন্দা এবং একজন দক্ষক সামাজিক সংগঠক। তার নেতৃত্বে সবুজ বাংলাদেশ সামাজিক সংগঠনটি শুরু হয়। সংগঠনটি করোনাকালিন পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে অবদান রাখায় দেশের ৬ হাজার ৬শ ৬৯ টি সংগঠনের মধ্যে সেরা দশের মধ্যে ৫ নাম্বার হয়।
করোনাকালীন সময়ে লক্ষ্মীপুরে করোনা আ্রকান্ত মৃত রোগিদের দাফনে প্রথমে ছুটে আসে সবুজ বাংলাদেশ। পরে তাদের দেখাদেখি অন্যান্য সংগঠনও করোনা আ্রকান্ত মৃত মানুষদের দাফন করে।
0Share