লক্ষ্মীপুর জেলা চারটি উপজেলার মেঘনার চরম ভাঙন থেকে রক্ষা করতে নদীতে ক্যাপিটেল ডেজিং এর আওতায় আনার ও সারাদেশে ১২ হাজার কৃষকের বিরুদ্ধে ও জারিকৃত হুলিয়া প্রত্যাহার করতে হবে। শুক্রবার (১৬ আগস্ট) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বাসদের উদ্যোগে সুধি সমাবেশে কেন্দ্রীয় বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ নুন্যতম মুজুরি ১৮ হাজার টাকা ঘোষনা করতে হবে। সরকারি বরাদ্ধ ভিজিএফ, ভিজিটি, বয়স্কভাতাসহ সকল খাতের দূর্নীতি বন্ধ করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে জেলা বাসদের সমন্বয়ক কমরেড ছিদ্দিক উল্যাহ কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোন সমন্বয়ক অঞ্জুন দাস, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সা মছুল আলম, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, অ্যাডভোকেট প্রহলাদ সাহা রবি, অ্যাডভোকেট রতন লাল ভৈমিক, বর্তমান জেলা আহবায়ক কমরেড সাংবাদিক আবদুল মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, ইসমাইল হোসেন জবু, মাও: জিল্লুর রহমান, দিলিফ পাটোয়ারি প্রমূখ।
প্রোগ্রাম শেষে লক্ষ্মীপুর জেলা বাসদের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে কমরেড আবদুল মজিদকে আহবায়ক ও অ্যাডভোকেট মিলন মন্ডলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।
0Share