পবিত্র ঈদুল ফিতরের পরপরই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদীভাঙন ঠেকাতে ৯কোটি টাকা ১০টি নদীভাঙন কবলিত পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং শুরু হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান। রবিবার (২৪মে) বিকেলে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
মেজর (অবঃ) আবদুল মান্নান আরো জানান, রামগতি ও কমলনগর উপজেলার যেখানে যেখানে নদীভাঙে, এমন ১০টি স্থানে জিও ব্যাগ ফেলা হবে। এর জন্য সরকার ৯কোটি টাকা অনুমোদন দিয়েছে। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৩ হাজার ১’শ কোটি টাকা একনেকে পাশের অপেক্ষায় রয়েছে।
দেশে করোনা সংকট চলার কারণে প্রকল্প পাশ হতে বিলম্ব হয়েছে। করোনা সংকট কেটে উঠলে এবং একনেকের বৈঠকে প্রকল্প কাজ শুরু হবে।
নদীভাঙন থেকে বাঁচতে অনলাইনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে নদীভাঙন প্রতিরোধে আন্দোলনরত সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ। এতে অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) আবদুল মান্নান, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক সানা উল্লাহ সানু।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক আবদুস সাত্তার পালোয়ান।
অনুষ্ঠানে রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে বাঁচতে ইফতারের আগ মুহূর্তে এ বিশেষ মোনাজাতে পরিচালনা করেন মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী। অনলাইনে এ মোনাজাতে সরাসরি অংশ নেন রামগতি-কমলনগরের নদীভাঙন কবলিত মানুষরা।
0Share