লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙনরোধে জিও টিউব ব্যাগে বাঁধ নির্মাণ কাজের সূচনা করা হয়েছে। ভাঙন রোধে বড় প্রকল্পের বাহিরে কমলনগরের দু’টি স্পটে জিও টিউব ব্যাগে এ বাঁধ নির্মাণ করা হবে। প্রতিটি স্পটে ৪০ মিটার দৈর্ঘ্যরে ও ছয় মিটার প্রস্থের এ বাঁধ নির্মাণ নির্মিত হবে।
শনিবার দুপুরে উপজেলার লুধুয়া ফলকন এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের শুভ সূচনা করেন সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএম জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী তনয় চৌধুরী, উপজেলা বিকল্পধারার সভাপতি মোহাম্মদ উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, জিও টিউব ব্যাগের বাঁধ নির্মাণ করা হলে নদীর স্রোতে বাধাগ্রস্ত হয়ে তীর থেকে দূরে সরে যাবে। এতে করে নদীভাঙন রোধ হবে বলে আশা করা হচ্ছে।
0Share