লক্ষ্মীপুরের কমলনগরের নাছিরগঞ্জে নদীতীর রক্ষায় স্থানীয়দের উদ্যোগে দলের কর্মীদের নিয়ে জঙ্গলাবাঁধ নির্মাণে কাজ করেছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা অঞ্চল) মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম। বুধবার (১লা জুলাই) সকালে মেঘনাতীর গিয়ে দেখা যায়, ১২০জন কর্মী নিয়ে জঙ্গলাবাঁধ নির্মাণে কাজ করেন তিনি। সকাল ৮টা থেকে এ কাজ চলছিলো দিনব্যাপী৷
নদীভাঙন রোধে জঙ্গলাবাঁধ নির্মাণের এ কাজে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশে জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আ হ ম নোমান সিরাজী, থানা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম বাসার, সম্পাদক মুহাম্মাদ মুসলেহ উদ্দিন বামুক সদর, হাজী নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা শাখার সভাপতি, হোসাইন আহমাদ, সাধারণ সম্পাদক, মুহাম্মদ ফারুক হোসাইনসহ ইসলামী আন্দোলন উপজেলা শাখা ও সব সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মুফতি শরীফুল ইসলাম জানান, নদীভাঙনের কবলে এ এলাকার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে হারিয়ে যাচ্ছে৷ স্থানীয় মানুষের সঙ্গে এক হয়ে আমরা এ কাজে হাত লাগিয়েছি যেন দ্রুত কাজটা সম্পন্ন হয়৷ আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
0Share