মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর রক্ষায় সৃষ্টিকর্তার নিকট বিশেষ কৃপার চেয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ রামগতি-কমলনগরের শতাধিক মসজিদে রমজানের শেষ জুমায় বিশেষ দোয়া করা হয়েছে।বাইতুল মোকাররমে সিনিয়র ইমাম মুফতি মো. মিজানুর রহমান তাঁর মোনাজাতে এ দু এলাকার নাম উল্লেখ করে আল্লাহর অশেষ কৃপা কামনা করেন। বলে মোনাজাতে অংশ নেয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ও কমলনগর-রামগতি বাচাঁও মঞ্চের আহবায়ক আবদুস সাত্তার পালোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কমলনগর এবং রামগতি উপজেলার শতাধিক মসজিদেও দোয়া করা হয়েছে বলে স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন।
স্থানীয় ভাবে জানা যায়, কমলনগর এবং রামগতি কে মেঘনা নদীর থাবা থেকে রক্ষার জন্য প্রণীত নদী ভাঙ্গনরোধ প্রকল্পটি গত প্রায় ৩ বছর যাবত আটকে আছে। অন্যদিকে মেঘনার ভাঙ্গন অব্যাহত রয়েছে। সে কারণে স্থানীয়রা এবার নিরুপায় হয়ে ধর্মীয় ভাবে সৃষ্টিকর্তার কাছে রহমত চেয়ে দোয়া শুরু করেছেন।
0Share