জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকায় নদী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমদোনের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (৩১ মে) সকাল ১০ টায় রামগতি ও কমলনগর বাঁচাও মঞ্চ এর ব্যানারে স্থানীয় মাতাব্বর হাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আগামী মঙ্গলবার (১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ও উক্ত প্রকল্প উত্থাপনের কথা রয়েছে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, মঞ্চের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ফলোয়ান, রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক নেতা মেজবাহ উদ্দিন হেলাল, চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্ঠাসাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুপ আলী মিঠু, রিপোর্টাস ক্লাবের সভাপতি ইসমাঈল হোসেন বিপ্লব, রাকিব হোসেন লোটাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, মেঘনার ভয়াবহ ভাঙ্গনে প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে শত শত মানুষ। জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এ দুই উপজেলার মেঘনার তীর এলাকার ৩১ কিলোমিটারে কোন বাঁধ না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হয়।
এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের মেঘনার ভাঙ্গন রোধে ৩ হাজার ৯০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেক সভায় অনুমোদন পেলেই টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।
0Share