লক্ষ্মীপুরে মেঘনার ৩১ কিলোমিটার এলাকার নদী তীর রক্ষায় ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বর হাটে প্রধান অতিথি হিসেবে সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা যেন নিরাপদে থাকে। মেঘা এ প্রকল্প সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের জীবন মান বদলে যাবে। রামগতি ও কমলনগর উপজেলার লাখো মানুষের বহুল প্রত্যাশিত এ বাঁধ নির্মাণের ফলে জনমনে স্বস্তি বিরাজ করছে।’
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সহকারি পুলিশ সুপার মিমতানুর রহমান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুজ জাহের সাজু, আব্দুল মতলব, অ্যাডভোকেট আব্দুস সাত্তার ফলোয়ান প্রমুখ।
জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার মেঘনা নদীর “বড়খেরী, লুধুয়াবাজার এবং কাদিরপন্ডিতেরহাট বাজার’ তীররক্ষা প্রকল্প নামের ৩৩.২৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি ২০২১ সালের ১ জুন তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভায় অনুমোদন হয়। এতে মোট ব্যয় ধরা হয় ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা। গত বছরের ১৭ আগস্ট ই-জিপি টেন্ডার পোর্টাল এবং ১৮ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। টেন্ডার অনুসারে প্রায় শতাধিক লটের মাধ্যমে মোট ৩ হাজার ৪০০ মিটার কাজ হবে।
0Share