নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে দখল হয়ে যাওয়া নদী খাল উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে। ভুলুয়া নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সরকারের নিকট প্রস্তাব পাঠিয়েছে। ডাকাতিয়া নদীও খননের প্রকল্প হাতে নেয়া হবে।
লক্ষ্মীপুর জেলা নদী রক্ষা কমিটির সভায় এসব জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। রোববার ( ২৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগল, জেলার ৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ লক্ষ্মীপুর জেলা নদী রক্ষা কমিটির সদ্য যুক্ত হওয়া সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবি আবদুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান বলেন, লক্ষ্মীপুর জেলার নদী নালা নিয়ে দীর্ঘ দিন আন্দোলন করে যাচ্ছি । এর মধ্যে জেলা নদী রক্ষা কমিটির সদস্য করায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
লক্ষ্মীপুর জেলার নদ নদী ও খাল দখলমুক্ত করণে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন আবদুস সাত্তার পালোয়ান। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে,
১/নদী ও খাল গুলোকে দখল মুক্ত করা ।
২/ খাল খননের প্রকল্প শুরু করা।
৩/ নদী ও খালে মাছ ধরার জন্য যেসব বাঁধা ও জাল রয়েছে সেগুলো অপসারণের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করা।
৪/ এলজিইডি পুল কালভার্ট তৈরির জন্য নদীর নেভিগেশন নষ্ট করেছে ,এমন সকল ব্রীজ ও নির্মাণের সময় ব্রীজের নিচে তৈরি বাইপাস রাস্তাগুলো অপসারণ করা।
৫/ সকল বাজারে প্রতিদিনের ময়লা খালে ফেলা হয়। বাজার সংলগ্ন খাল গুলো সবই ভরাট হয়ে গিয়েছে, দখল হয়ে গিয়েছে। তাই বাজারের বর্জ্য ব্যবস্থাপনা বাজার কমিটির মাধ্যমে সরকারি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে ময়লা ব্যবস্থাপনা করা
73Share