নিজস্বসংবাদদাতা: ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক নিুচাপের প্রভাবে উত্তাল মেঘনার অতি জোয়ার আর ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত। সড়ক বিভাগ ভাঙন ঠেকাতে বালু ও মাটি ভর্তি বস্তা ফেলেও ধস ঠেকাতে পারছে না। বুধবার রাত থেকে অতি জোয়ারের পানি আঘাত হানতে থাকে। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশ ধসে গেলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৬ জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশংকা করছেন ফেরি বাস্তবায়ন ও ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহীন সরকার। ভাঙন ঠেকাতে সড়ক ও জনপথ বিভাগ প্যাসাইট পাইলিং ও বস্তায় ভরে মাঠি ফেললেও তা কোনো কাজে আসছে না। ওই এলাকার ব্যবসায়ী মানিক হাওলাদার, ইয়াছিন, মোঃ ফারুক জানান, সিসি ব্লক বা বালুভর্তি জিও ব্যাগ স্থাপন না করলে ফেরিঘাটের আধা কিলোমিটার সড়ক রক্ষা করা যাবে না। ৫শ মিটারের এ অ্যাপ্রোচ সড়কটি রক্ষার জন্য সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ স্থাপনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে কয়েক দফা চিঠি দিলেও তারা বিষয়টি নজরে আনছেন না বলেও জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার। এর জন্য সর্বোচ্চ এক থেকে ২ কোটি টাকা ব্যয় হতে পারে সড়ক বিভাগ এমনটা বললেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এতে ৪০ কোটি টাকা ব্যয় হবে।
0Share