স্বাস্থ্য সেবা সপ্তাহ (১৬-২০ এপ্রিল) উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে থেকে বর্ণাঢ্য র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুর রহিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: নাহিদ রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুছ ছাত্তার বেগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: বেলাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ। পরে, রামগতি ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ব্লাড গ্রুপিং এর কার্যক্রম চলে। এসময় উপস্থিত ছিলেন রামগতি ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মিসু সাহা নিক্কন। ক্যাম্পের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মো: ইলিয়াস হোসাইন, জুনায়েদ হোসেন, ইলিয়াস খান, মো: রোবেল ও মো: রাসেল। এছাড়াও স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহ ব্যাপি রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকগণের মাধ্যমে বহি: বিভাগে চিকিৎসা সেবা প্রদান, অটিজম, পুষ্টি, কমিউনিটি ক্লিনিক, চিকিৎসা সেবার নৈতিকতা সম্পর্কে আলোচনা, হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল হেল্থ প্রোগ্রাম।
0Share