করোনাভাইরাস থেকে রক্ষা মুক্ত থাকার লক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে ওষুধ, মুদি ও কাঁচামালের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করেন। এর পর থেকে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাইকে এ নির্দেশনা প্রচার করা হচ্ছে। এতে বলা হচ্ছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ থাকবে। এছাড়াও ভিন্ন এক ভিন্ন এক নির্দেশনায় কমলনগরে সাপ্তাহিক হাট ও এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কাজ করছেন। ফলে নির্দেশনা জারির পর থেকে মঙ্গলবার বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোর অধিকাংশ দোকান ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন।
এদিকে দুপুরে উপজেলা সদর হাজিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনকে মিনি মাইক কাঁধে নিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।
0Share