করোনাভাইরাস থেকে নাগরিকদের মুক্ত রাখার লক্ষ্যে ৪ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরে নিদিষ্ট কয়েক প্রকারের দোকানপাঠ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯.২০ টায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু জেলা প্রশাসকের বরাত দিয়ে ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
এতে তিনি উল্লেখ করেন,
আগামী কাল সকাল থেকে হোটেল,ফার্মেসি, নিত্যপণ্যের দোকান এবং কাঁচামালের দোকান ব্যতিত সকল দোকান ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা ৷
এর আগে গত শুক্রবার (২০মার্চ) সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু শহরে দোকান বন্ধের নির্দেশনা দেন। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত কিছু দোকান বন্ধ থাকলেও বিকেলের দিকে সব দোকান আবার চালু করা হয়।
0Share