করোনা বিপর্য়ের মধ্যে লক্ষ্মীপুরে উদ্যোগ নিয়ে রিকশা চালক ও ভিক্ষুকদের মাঝে চাল, ডাল ও সাবান বিতরণ করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কলেজ ছাত্র মো.আইমান মাহমুদ। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র।
মঙ্গলবার (২৪মার্চ), সকাল ১১টার দিকে জেলা শহরের হাসপাল রোড থেকে শুরু করে রামগতি স্টেশন, ঝুমুর, বাগবাড়ি জিরো পয়েন্টে, উত্তর স্টেশনে দরিদ্র রিকশাওয়ালা ও ভিক্ষুকদের মাঝে ১০০ কেজি চাল, ৬০ কেজি ডাল, ৬০ কেজি আলু ৬৮ জন মানুষের মাঝে বিতরণ করা হয়। এর পাশাপাশি বিতরণ করা হয় ৩৫০ পিস সাবান। আয়মানের সাথে ছিলেন তার বন্ধু লক্ষ্মীপুর সরকারি কলেজের কাব্য, চট্টগ্রাম টেক্সটাইল কলেজের নাজিম উদ্দিন মাহমুদ, গাহর্স্থ অর্থনীতি কলেজের সুমাইয়া খানম, সেন্ট জোসেফ কলেজের মাহমুদ হোসেন- ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজের আশরাফুল হিমেল, নটরডেম কলেজের মো. মামুন প্রমুখ।
আইমান বলেন, আমি আমি প্রোটেক্টেড ফর কোভিড-১৯(লক্ষ্মীপুর জোন) নামে একটা গ্রুপ তৈরি করে সবার সহায়তায় এই কাজটি করেছি। এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামিকাল আরো ৭০০পিস সাবান বিতরণ করা হবে। সচেতনতা বৃদ্ধির জন্য সর্বমোট ৪০০লিফলেট বিতরণ করা হবে।
0Share