বর্তমান সময়ের মহা বিপর্যয় সৃষ্টিকারী করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলো লক্ষ্মীপুর সরকারি কলেজ। করোনা প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে শতাধিক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুবুল করিম এ উদ্যোগ নেন।
বুধবার (২৫মার্চ) হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিতরণ করেন কলেজের অধ্যক্ষ।
তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুতই সবদিকে ছড়িয়ে পড়েছে। আমার কলেজের সবাই যেন সুরক্ষিত হয়, সে জন্য ঢাকা থেকে উপকরণ এনে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি এবং সবার মাঝে বিতরণ করেছি। স্থানীয়ভাবে বোতল ও উপকরণ খুব কম পাওয়া যায়।
উল্লেখ্য, কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল করিম কলেজের বিজ্ঞানের ছাত্র ছিলেন। যার কারণে হ্যান্ড স্যানিটাইজার বানানোর নিয়ম-কানুন তিনি নিজেই জানতেন৷ প্রয়োজনে আরো বেশি হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নেয়া হবে বলেও জানান অধ্যক্ষ।
0Share