নোভেল করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে এক জরুরি বিজ্ঞপ্তি পোস্টের মাধ্যমে এ নির্দেশান দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এছাড়া সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাত দিয়ে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
নির্দেশায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে সকল পৌর এলাকাসহ লক্ষ্মীপুর জেলার সকল উপজেলায় সিএনজি, অটোরিক্সা, ইজি বাইক, রিক্সা এবং অনুমোদিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া দোকানপাঠ বন্ধের নির্দেশনা ও দেয়া হয়। নির্দেশনা মতে শুধুমাত্র ঔষধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, খাবারের হোটেল, হাসপাতাল, প্যাথলজি এবং জরুরি সেবা ব্যতীত সব ধরণের দোকানপাট বন্ধ থাকবে।
নির্দেশনাতে আরো বলা হয়, জরুরি প্রয়োজন ব্যতীত কোন ভাবেই বাড়ির বাহিরে আসবেন না। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অব্শ্যই মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে সব গণপরিবহন ‘লকডাউন করার’ সিদ্ধান্ত ঘোষণা করেন। ট্রাক, কভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন—এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
এদিকে সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল মঙ্গলবার থেকেই বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
বাংলাদেশ রেলওয়েও মঙ্গলবার থেকে সব ধরনের মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
0Share