লক্ষ্মীপুরের রামগতিতে বিনা প্রয়োজনে প্রবেশ এবং বাহির নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে মারা যাওয়া, প্রবাসীদের বাড়ী আসা এবং বিভিন্ন এলাকা থেকে লোক অবাধে এ উপজেলায় আসা-যাওয়া করায় রামগতিতে প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়ে চেকপোষ্ট তৈরি করা হয়েছে।
চেকপোষ্টের পথগুলো হচ্ছে আলেকজান্ডার আসল পাড়া লঞ্চঘাট সড়ক, জেলা সদর রোডের করুনানগর চক বাজার, চর গাজী ইউনিয়নের যোগীপাড়া, তেগাছিয়া টাংকি বাজার, সোনাপুর সড়কে আজাদনগর সৈয়দনগর বাজার।
গতকাল শুক্রবার বিকালে ঢাকা, গাজীপুর ও কুমিল্লা থেকে লকডাউন উপেক্ষা করে রামগতির চর গাজী ও বড়খেরী ইউনিয়নে প্রবেশ করায় ৮ জন ব্যক্তির বাড়ি গিয়ে তাদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামনাশিস মজুমদার ও বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান উপস্থিত ছিলেন।
উপজেলায় এ পর্যন্ত প্রবাসী এসেছে ২৩৬ জন এরমধ্যে ১২৬ জন হোম কোয়ারেন্টাইনের সময় অতিক্রম করে ছাড়পত্র পেয়েছে। বাকিরা এখনো পর্যবেক্ষনে রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজন ব্যতিরেকে কেউ বা যে কোন কিছু চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, হোম কোয়ারেন্টাইনের তালিকা প্রস্তুত, দুস্থ ও কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। ইতিমধ্যে মহামারি ঝুঁকি এড়াতে রামগতি অপ্রয়োজনে প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়ে চেকপোষ্ট তৈরি করা হয়েছে। সরকার অনুমোদিত খাদ্যপণ্য ও মালামাল আমদানি রপ্তানী পরিবহন চলবে। সবাইকে নিজ বাড়িতে অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধও জানান তিনি।
0Share