মাত্র একদিনেই লক্ষ্মীপুর জেলায় নতুন ১৭জনসহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৩, কমলনগরে ৩ এবং লক্ষ্মীপুর সদর উপজেলায় ১জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০.৪০টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
এর আগে রবিবার (১২ এপ্রিল) রাতে জেলার ২য় করোনা রোগী সনাক্ত হয় রামগতি পৌরসভা এলাকায় আর একই দিন সকালে জেলার প্রথম করোনা রোগীর সন্ধান মেলে রামগঞ্জ উপজেলায়।
নতুন ১৭জনের মধ্যে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ৪জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। এদের মধ্যে ৬ নারী ও একজন শিশুও রয়েছে। তবে আশার কথা হচ্ছে যে, যাদের দেহে করোনা শনাক্ত হয়েছে তাদের বেশি ভাগই এখনো সুস্থ আছেন।
১২ এপ্রিলের পর লক্ষ্মীপুর জেলার যে সকল গ্রাম বা মহল্লায় করোনা ভাইরাস পৌঁছে গেছে সেগুলো হলো:
রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর-১, চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন চন্ডিপুর-১, লামচর ইউনিয়নের দাসপাড়া-১, কাশিমনগর-৫।
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর-১
কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের পশ্চিমে চর ফলকন-১, চরমার্টিনের ইউনিয়নের চরমার্টিন-১, চরলরেঞ্চ ইউনিয়নের চর লরেঞ্চ-১।
রামগতি উপজেলার রামগতি পৌরসভা-১।
উপজেলা | ইউনিয়ন | গ্রাম/ওর্য়াড | অন্যান্য প্রতিষ্ঠান | আক্রান্ত | মৃত ব্যক্তি |
লক্ষ্মীপুর সদর | টুমচর | ১ | ১ | ০ | |
রামগঞ্জ | লামচর,ভাদুর,চন্ডিপুর | ৪ | হাসপাতাল | ১৪ | ০ |
রায়পুর | |||||
রামগতি | রামগতি পৌরসভা | ১ | ১ | ০ | |
কমলনগর | মার্টিন,লরেঞ্চ ,হাজিরহাট | ৩ | ৩ | ||
১৯ |
জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের ঢাকা ফেরত করোনায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ উপজেলায় প্রথম করোনার বিস্তার ঘটে।
লক্ষ্মীপুর জেলা থেকে সকল সম্ভাব্য করোনা রোগীদের সোয়াফ চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)র মাধ্যমে পরীক্ষা করা হয়।
0Share