লক্ষ্মীপুরে নতুন করে ৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। (১৯ এপ্রিল) রবিবার রাত পোনে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আবদুল গাফফার। প্রাপ্ত তথ্যমতে ৪টি পজেটিভ রোগীর সবগুলো লক্ষ্মীপুর সদর উপজেলার বলে তিনি জানান।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭টি নমুনা পরিক্ষার পর ৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। বাকী ৪৩ জনের রেজাল্ট নেগেটিভ আসে।
জানা যায়, (১৯ এপ্রিল) রবিবার রাত সাড়ে ১০টায় বিআইটিআইডিতে ৪৭টি নমুন পরিক্ষা করে ০৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।
0Share