মহামারী ও ছোঁয়াছে ভাইরাস।করোনা উপসর্গ বা আক্রান্ত হয়ে মারা গেলে দাফন ও জানাযা সম্পন্ন করতে বিপাকে পড়তে হয়। তাই করোনার উপসর্গ বা আক্রান্ত মৃতদের শরীয়া মোতাবেক জানাযা ও দাফন সম্পন্ন করতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্বেচ্ছাসেবক টীম গঠন করা হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের জন্য লক্ষ্মীপুরসহ বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবক সৎকার কমিটি গঠন করা হয়েছে।
কমলনগরে কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.আবু নুর সোহাগ, ছাত্রদলের শরীফুর রহমান, জাফর আহমেদ ভূইয়া, জামাল হোসেন, রকি সওদাগর, রিদওয়ান হোসেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমন্বয়ে গঠিত ওই কমিটির আহ্বায়ক হলেন মো.আবু নুর সোহাগ, সদস্য সচিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া।
কমিটির সদস্যরা হলেন, আবদুল করিম, শরীফুর রহমান, জাফর আহমেদ ভূইয়া, আকতার মাহমুদ, জামাল উদ্দিন, রকি সওদাগর, রিদওয়ান হোসেন। ছাত্রদলের শরীফুর রহমান বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সঙ্কট দেখা দেয়। এজন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশনায় একটি কমিটি করা হয়েছে।
কমিটির সদস্যরা মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সম্মতিতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে জানাজা ও দাফন সম্পন্ন করবেন। তাদেরকে দলের পক্ষ থেকে সকল সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
0Share