লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে তিন জন নার্সসহ আরও ছয়জন শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে নয়জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০জনে। নতুনদের মধ্যে আক্রান্ত তিনজন জেলা শহরের রামগতি লক্ষ্মীপুর সড়কের বেসরকারী মিলিনিয়াম হাসপিটালের সেবিকা (নার্স), সদর উপজেলার পার্বতীনগর ইউপির একজন, দক্ষিন হামছাদী ইউপির একজন।
এ ছাড়া আরেকজনের বাড়ি চাঁদপুর জেলায়, তিনি লক্ষ্মীপুরে বেড়াতে এসে করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন। তার করোনা পজেটিভ আসে। এছাড়া রামগতিতে একজন হোটেল শ্রমিকসহ নতুন করে আরো দু’জন এবং সদর উপজেলা একজন পল্লী চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার বার বিকাল সাড়ে ৫টায় জেলা সিভিল সার্জন ডা, আবদুল গফ্ফার এ তথ্যটি নিশ্চিত করে আরো বলেন, শনিবার বিকেলে মিলিনিয়াম হাসপাতালের সেবা কার্যক্রম আপাতত বন্ধ করে দেয়া হয়েছে ও অন্য আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে মিলিনিয়াম হাসপাতালের ইকুইপমেন্ট ডিসইনফেক্টেড করার কাজ চলছে। পজেটিভ রোগীর সংস্পর্শে আসা অন্যান্য কর্মচারীর নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল লকডাউন হওয়ার কোন বিধি বিধান নেই।
এদিকে লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৬০ জনের মধ্যে জেলার রামগঞ্জ শনাক্ত হয়েছে ১৯ জন, সদর ২৪ জন, কমলনগরে সাতজন, রামগতিতে আটজন এবং রায়পুর উপজেলায় দুইজন। নতুন করোনা শনাক্ত হওয়া তিনজনের বাড়ীসহ আশ পাশের বাড়ী লকডাউন করা হয়েছে। তাদেরকে রামগতি ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়াও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫ জন। অপরদিকে আইসোলেশনে রয়েছেন বর্তমানে ৫জন এবং কোয়ারেন্টাইনে আছে বর্তমানে ৮৪৮ জন। তবে বেশীর মানুষ সামাজিক দূরত্বের তোয়াক্কাই করছেনা।
0Share