লক্ষ্মীপুরে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তারে ‘রেড জোন’ বিবেচনা করে লক্ষ্মীপুর জেলাকে আবার লকডাউন করা হচ্ছে। ১৬ জুন মঙ্গলবার ভোর ৬টা থেকে তা কার্যকর হতে পারে। রবিবার সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে নিশ্চিত করেছে কমিটির সদস্য কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।
জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, পৌরসভার মেয়র, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এরি মধ্যে সোমবার থেকে জেলার কমলনগর এবং মঙ্গলবার থেকে রামগতি উপজেলায় লকডাউন শুরু। কমলনগর ও রামগতি উপজেলা প্রশাসন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পৃথক মাইকিং করে সর্বসাধারণ কে জানিয়ে দেয়া হয়েছে। ফের লকডাউনে সব ধরনের যানবাহন এবং দোকান ও শপিংমল বন্ধ থাকবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এই লকডাউন পূর্বের ন্যায় হবেনা। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে।
তবে, রামগতি উপজেলার কয়েকটি অঞ্চলকে রেড জোন জারি করেছে প্রশাসন। এরমধ্যে পৌর এলাকা, চরগাজী ও বড়খেরী ইউনিয়ন রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
0Share