লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ১৮শ শ্রমিকের চিকিৎসার জন্য রায়পুর মাতৃছায়া হাসপাতালের সাথে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে বেঙ্গল ইন্ড্রাস্ট্রিটে বেঙ্গল স্যুর এর ব্যাবস্থাপনা পরিচালক টিপু সুলতান ও রায়পুর মাতৃছায়া হাসপাতালের উপ-ব্যাবস্থাপনা পরিচালক আঃরহমান তুহিন চৌধুরীর যৌথ বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
রায়পুরে অবস্থিত বেঙ্গল স্যুর ইন্ড্রাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক টিপু সুলতান জানান, শ্রমিকদের চিকিৎসার জন্য রায়পুর মাতৃছায়া হাসপাতাল প্রাইভেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
হাসপাতাল ব্যবস্থাপক তুহিন চৌধুরী জানান, বেঙ্গল স্যুর ১৮শ শ্রমিকের সু-চিকিৎসার জন্য ২৪ ঘন্টা এম্বুলেন্স সার্ভিস,ইমার্জেন্সি ইনডোর আউটডোর রোগী,সার্জিক্যাল সার্ভিস,প্যাথলজি,র্যাডিওলজী,পিজিওগ্রাফিসহ সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান পূর্বক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী পাঁচ বছর যাবৎ এই চুক্তি বলবৎ থাকবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বেঙ্গন স্যুর ব্যাবস্থাপনা পরিচালক টিপু সুলতান, জেনারেল ম্যানেজার বিপ্লব পাল,সিনিয়র ম্যানেজার নজরুল ইসলাম এবং মাতৃছায়া প্রাইভেটের পক্ষে তুহীন চৌধুরী।
0Share