করোনাভাইরাস মুক্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল। ল্যাব টেস্টে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই সাথে ডিসির সহধর্মিনী স্মৃতি পাল, তাদের স্কুল পড়ুয়া দুই ছেলে-মেয়ে এবং আরো দুইজন কর্মচারী মিলে মোট ৬ জনের মধ্যে ৫ জনের করোনাভাইরাসের রিপোর্টও নেগেটিভ এসেছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে আসা রিপোর্টে তাদের করোনার এ নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। তবে ডিসির স্কুল পড়ুয়া মেয়ের আবারো করোনা পরীক্ষা করতে হবে বলে সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান।
শুক্রবার ডিসি, তার সহধর্মিনী, স্কুল পড়ুয়া দুই ছেলে-মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে ডিসির মাঝে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে সিভিল সার্জন এ প্রতিনিধিকে জানান।
গত মার্চ মাসে দেশে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে সরকারের দেয়া সাধারণ মানুষের মাঝে সাহায্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচির মাঝে দিনরাত সময় পার করছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
0Share