করোনা ভাইরাসে আতঙ্ক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মৗীপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরার জন্য মাইকিং ও প্রচার-প্রচারণা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে উদ্ধুব্ধ করতে কাজ করছে জেলা পুলিশ।
রবিবার বিকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাটবাজার, বাস ও জনসমাগমস্থলে মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামানের নেতৃত্বে মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা। এসময় সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ সুপার ডা. এ এইচ এম কামরুজ্জামান জানান, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও নিয়মিত মাইকিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে প্রচারাভিযান চালানো হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সুরক্ষিত রাখতে এসব কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
0Share