লক্ষীপুরে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১০২ জন।সোমবার (১৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে জুলাই মাসের ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুরের ৮শ ৭৯ ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় একজন শিশুসহ ৯ ব্যক্তি মারা গেছেন।
জেলা সিভিল সার্জন ডা. অব্দুল গাফফার জানান, সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে। তারপরও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে লক্ষীপুরে। করোনা ইউনিটের সিল খালি নেই। জেলার ৫ উপজেলায় আইসোলেশনে মোট ভর্তি রয়েছেন ১২০৮ জন।
এদিকে প্রতিদিন সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্রগুলোর সামনে নমুনা দিতে রোগীদের ভিড় বাড়ছে। দিনদিন করোনা আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়লোও সাধারন মানুষ মানছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
0Share