করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৩৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে। ওই সকল সংগঠনে ১টি করে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পেসেন্ট সাপোর্ট ফান্ড’এর অর্থ থেকে সিলিন্ডারগুলো প্রদনা করা হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসনের মুক্তমঞ্চে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর এ আলমের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এএসএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রহমত উল্যা বিপ্লব, রায়পুর উপজেলা চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া প্রমূখ।
এ সময় সদর, রামগতি, কমলনগর, রামগঞ্জ, রায়পুর উপজেলার সামাজিক সংগঠনের সেচ্ছাসেবিরা উপস্থিত ছিলেন।
অক্সিজেন কাদের জন্য দরকার ?
বিবিসির স্বাস্থ্য বিষয়ক একটি প্রতিবেদন সূত্রে জানা যায়,কোভিড-১৯ মানুষের শরীরে যেসব ক্ষতি করে তার একটি হচ্ছে অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। একজন সুস্থ ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা থাকা উচিৎ ৯০ থেকে ১০০ শতাংশ। অক্সিজেন ৯০ এর নিচে নেমে গেলেই সমস্যা শুরু হয়। মাত্রা বেশি কমে গেলে রোগীকে ন্যাজাল ক্যানোলা দিয়ে অক্সিজেন দেবার দরকার পড়ে।
রক্তে অক্সিজেন কমে গেছে কিনা তা অক্সিমিটার ছাড়াও বোঝার উপায় আছে। মাথা ঝিমঝিম করতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, শ্বাস নিতে সমস্যা হতে পারে। অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারেন।রক্তে অক্সিজেন সঠিক মাত্রার চেয়ে কমে গেলে মস্তিষ্কেও অক্সিজেনের ঘাটতি হয় – যা খুবই বিপজ্জনক। শ্বাস নিতে সমস্যা এবং মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি সবচেয়ে বেশি দু:শ্চিন্তার বিষয়।
সিলিন্ডার প্রাপ্ত সংগঠনগুলো হচ্ছে:
সদর উপজেলা:
রামগতি উপজেলা:
রায়পুর উপজেলা:
রামগঞ্জ উপজেলা:
কমলনগর উপজেলা:
0Share