এমআর সুমন, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনাসহ অন্যান্য রোগীদের অক্সিজেন সংকট দূরিকরণে এগিয়ে এসেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। তিনি সেখানে ৫০টি বড় সাইজের সিলিন্ডার উপহার দিয়েছেন।
এ পর্যন্ত হাসপাতালটিতে সরকারি ছোট সাইজের ৩৯টি ও ব্যক্তিগত উপহারের বড় সাইজের ৬২টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। বেসরকারি উদ্যোগে করোনার ২০টি বেডে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা।
লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বুধবার দুপুরে (১১ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো কর্মকর্তাদের হাতে তুলে দেন। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম, কাউন্সিলর আইনুল কবির মনির, জাকির হোসেন নোমান প্রমুখ।
0Share