মিসু সাহা নিক্কন: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর ইউনিয়ন চর আবদুল্যাহর বিভিন্ন চরের অধিবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স চালু ও উদ্বোধন করলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বেঁড়িবাঁধের উপর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম সারোয়ার, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ, ইন্সপেক্টর (তদন্ত), রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস রাহিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ নার্স, ভিজিটর, স্বাস্থ্য সহকারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, অ্যাম্বুলেন্সটি দ্বীপ চর বাসির স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা রাখবে এবং প্রাকৃতিক দূর্যোগে উদ্ধার অভিযানের কাজ করতে পারবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (UGDP) মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে রামগতি উপজেলা প্রকৌশলীর দপ্তর ওয়াটার এ্যাম্বুলেন্সটি ক্রয় করে রামগতির চর আব্দুল্লাহ সহ বিভিন্ন চর অঞ্চলের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করে।
প্রসঙ্গত: দ্বীপ চর আবদুল্লাহর স্বাস্থ্য ব্যবস্থার দূর্ভোগ নিয়ে গত সপ্তাহ থেকে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক মিসু সাহা নিক্কনের সচিত্র সংবাদ প্রকাশিত হয়ে আসছে। উক্ত সংবাদে চরের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র ফুঠে ওঠে। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদককে এমন জনদূভোর্গের চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ জানান।
0Share