রায়পুর প্রতিনিধি: ঈদ সামনে রেখে রায়পুর উপজেলার গ্রামগুলোতে ক্ষতিকর ও যৌন উত্তেজক কোমল পানীয় দিয়ে সয়লাব হয়ে গেছে। ঈদ উৎসবে উঠতি তরুণদের টার্গেট করে বেশি লাভের আশায় দোকানিরা এসব পানীয় নিয়ে এসেছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু অখ্যাত কোম্পানির বোতলজাত এসব পানীয়র মোড়কে বিএসটিআইয়ের কোনো সিলও নেই। বিক্রেতারা জানান, উঠতি বয়সীদের চাহিদার কারণে তাঁরা এসব পানীয় রাখেন।
পৌর শহরের কয়েকজন দোকানি জানান, প্রতিটি পানীয় বিক্রি করে তাঁরা ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত লাভ করেন। হায়দরগঞ্জ বাজারের এক দোকানি জানান, রোজায় ঈদে এসব পানী বিক্রি কিছুটা কম ছিল। তবে কোরবানির ঈদকে সামনে রেখে শহর ও গ্রামাঞ্চলের দোকানগুলোতে মজুদ বেড়েছে।
0Share