মিসু সাহা নিক্কন:: রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ন সেবাশ্রমের ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার সময় নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভাগবতীয় আলোচনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হয়েছে।এর আগে বুধবার সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন শেষে শ্রী শ্রী সত্যনারায়ন সেবাশ্রমে সত্যনারায়ন পূজা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন, শরীয়তপুরের ডিংগামানিক থেকে আগত শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্ত্তী, এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী সত্যনারায়ন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যাক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।
নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা এবছরেও মহোৎসবের আয়োজন করেন। ওই মহোৎসবে সাড়ে তিন হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করেন।
দুপুরে ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।
0Share