নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনসভার মধ্য দিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর ) হানাদার মুক্ত দিবস পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। সকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে আলোচনাসভায় মিলিত
হয় তারা। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মাষ্টার অনোয়ারুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কাউন্সিলের এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলে আলী, জেলার ডিপুটি কমান্ডার কাজল কান্তি দাস, পৌর মেয়র মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
0Share