সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পাড়ায় পাড়ায় গরু জবাই চলবে রমজানেও

লক্ষ্মীপুরে পাড়ায় পাড়ায় গরু জবাই চলবে রমজানেও

লক্ষ্মীপুরে পাড়ায় পাড়ায় গরু জবাই চলবে রমজানেও

নিজস্ব প্রতিনিধি: পবিত্র শবে বরাত কে উপলক্ষ করে লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় অনেক গরু জবাই হয়েছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি এদিন ভালো রান্না করা এ অঞ্চলের  দীর্ঘ দিনের একটি সামাজিক রীতি। বাজারে গরুর মাংসের দাম বেশি থাকায় গ্রামবাসিরা মিলে মিশে গরু কিনে জবাই করে পরে মাংস ভাগ করে নেয় এদিন । বুধবার (১ মে) সকাল থেকে জেলার রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর সদর, রামগতি এবং কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে এমন ব্যতিক্রম উৎসব দেখা গেছে। এ পদ্ধতিতে যেমনি তাজা মাংস পাওয়া যায় তেমনি দামও হয় অনেক আবার সবার মাঝে একটা বন্ধুত্বভাব ও তৈরি হয়; সকালে  এমনটাই জানালেন  দক্ষিণ লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মজুপুর  গ্রামের মোঃ শিপন।

 

পবিত্র শবে বরাত ও আসন্ন রমজান এবং বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে মাছ, গোশতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি শুরু হয়েছে। বুধবার (১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন হাট বাজারে লোকজনের ভিড় লক্ষ করা যায়। এ ভীড়ছিল মূলত গরু ও মুরগীর মাংসের দোকানে।বাজারে কেনাকাটার পাশাপাশি জেলার প্রায় প্রতিটি পাড়ায় এক বা একাধিক গরু জবাই করা হয়। জবাইকৃত সে মাংসগুলো ভাগ হিসাবে বিক্রি হয়।এভাবে জবাইকৃত গরুর আড়াই কেজি গোশতের ভাগ আটশ থেকে হাজার টাকা দরে বিক্রি হয়। প্রতি বছর গোটা রমজান মাসে লক্ষ্মীপুরের স্থানে স্থানে এভাবে গরু জবাই হয়ে থাকে।

কমলনগর এলাকার গোশত বিক্রেতা শাহাব উদ্দি মিয়া জানান, তিনি গতকাল তিনটি গরু জবাই করেছেন। বেলা ১টার আগে সব গোশত বিক্রি হয়ে যায়। তিনি বলেন, গরুর দাম বেশি হওয়ায় লাভ তেমন হয়নি।

সদর উপজেলার দিঘলী, মান্দারী, কুশাখালী, পুকুরদিয়া, ফরাশগঞ্জ, কমলনগরের মার্টিন, লরেঞ্চসহ জেলার প্রায় সব উপজেলার  প্রায় প্রতিটি পাড়ায় সকালে এভাবে গরু জবাই করে গোশত বিক্রি করতে দেখা গেছে। গরুর গোশতের এমন বিকিকিনি সত্ত্বেও বাজারে দাম কমেনি। বুধবার প্রতি কেজি মুরগি ১২০-১৪০ টাকা দরে বিক্রি হয়।

ব্যবসায়ীরা বলছেন,শবে বরাতে মাংসের চাহিদা বেড়েছে। তাই মাংসের দাম বেড়েছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় গরুর মাংসের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়। যেসব দোকানে একটি গরু জবাই হতো, এদিন  সেখানে তিন থেকে চারটি গরু জবাই হয়েছে। তবে এলাকা ভেদে মাংসের দামের পার্থক্য ছিল।৪৮০ থেকে ৫৫০ পর্যন্ত বিক্রি হয়েছে।

এলাকাবাসিদের অভিযোগ পরিকল্পনা করে শবে বরাতে মাংসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। তাই পাড়া মহল্লার অনেকে এবার পরিকল্পনা করেছে ব্যবসাীয়দের এ সিন্ডিকেট ভাঙ্গার জন্য রমজানেও পাড়ায় পাড়ায় গরু জবাই অব্যাহত রাখবেন

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

অবসর কাটানোর জন্য লক্ষ্মীপুরের কয়েকটি জায়গা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  প্রসিকিউটর হলেন, আবদুস সাত্তার পালোয়ান 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন লক্ষ্মীপুরের সৌরভ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com