সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগঞ্জ উপজেলা Ramganj Upazila

রামগঞ্জ উপজেলা Ramganj Upazila

0
Share

রামগঞ্জ উপজেলা Ramganj Upazila

লক্ষ্মীপুর ডায়েরি থেকে: লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম রামগঞ্জ উপজেলা। রামগঞ্জ উপজেলার গঠনের দিকে নজর দিলে জানা যায়,  ১৮৯১ সালে রামগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সনের ২৪ জুলাই তারিখে রামগঞ্জ থানা কে উপজেলায় রুপান্তরিত করা হয়। রামগঞ্জ নামকরণের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ত্রয়োদশ শতকের প্রথম দশকের গোড়ার দিকে প্রাচীন ভুলুয়া রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্বস্বর শুর মুর্শিদাবাদ থেকে চট্টগ্রামে (চাটগাঁও) নৌকা যোগে চন্দ্রনাথ তীর্থ দর্শনে যাবার পথে এ অঞ্চলে আসেন। তখন এ অঞ্চল ছিল নতুন জাগা চর। ওই সময় বর্তমান রায়পুর ও রামগঞ্জের উত্তরের কিছু এলাকা প্রাচীন এিপুরা জেলার সাথে সংযুক্ত ছিল। তৎসময়ে রামগঞ্জ ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। ইতিহাস লেখক ও স্থানীয় প্রবীণ নাগরিকদের মতে, ওই এলাকার রামকৃঞ্চ আবার কারো মতে রাম নারায়ণ নামের এক জন প্রভাবশালী হিন্দু পাদ্রী(ধর্মীয় নেতা) ছিলেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত দুটো রাম নামের যে কোন একটি থেকে এলাকাটির নামকরণ করা হয় রামগঞ্জ। তবে এ বিষয়ে আর কোন তথ্যাদি পাওয়া যায়নি।

রামগঞ্জ  বিষয়ে আরো জানতে ‘‘লক্ষ্মীপুর ডায়েরি’’ সংগ্রহ করুন।

উপজেলার সীমানাঃ উত্তরে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা, পূর্বে চাটখিল উপজেলা, পশ্চিমে ফরিদগঞ্জ ও রায়পুর উপজেলা।
পৃথিবীর মানচিত্রে রামগঞ্জের অবস্থানঃ ২৩.০৯ ডিগ্রী উত্তর থেকে ২৩.১১ ডিগ্রী উত্তর এবং ৯০.৮১ ডিগ্রী পূর্ব থেকে ৯০.৮৮ ডিগ্রী পূর্ব পর্যন্ত।

আয়তন ও জনসংখ্যাঃ রামগঞ্জের আয়তন ৪১৮৩৮একর বা ১৬৯.৩১ বর্গ কিমি এবং জনসংখ্যা: ২৮৫৬৮৬ জন, শিক্ষার হার ৬৪.২%।
প্রশাসনিক ইউনিটঃ রামগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদ, ১ টি পৌরসভা ও ১৩৪ টি গ্রাম, ৪২টি হাট বাজার রয়েছে। জাতীয় সংসদ আসন ২৭৪ (লক্ষ্মীপুর-১ রামগঞ্জ)
রামগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহঃ ১ নং কাঞ্চনপুর, ২ নং নোয়াগাঁও, ৩ নং ভাদুর, ৪ নং ইছাপুর, ৫ নং চন্ডীপুর, ৬ নং লামচর, ৭ নং দরবেশপুর, ৮ নং করপাড়া, ৯ নং ভোলাকোট এবং ১০ নং ভাটরা ইউনিয়ন।

তথ্য সূত্র: লক্ষ্মীপুর ডায়েরি

লক্ষ্মীপুর ডায়েরি সর্ম্পকে জানতে এ লিংকে ক্লিক করুন অথবা ভিজিট করুন  www.lakshmipur24.com/ld

লক্ষ্মীপুর জেলা, রামগতি, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর সদর এবং কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর জেলার সকল পৌরসভা এবং ইউনিয়ন গুলো সর্ম্পকে আরো বিস্তারিত জানতে আজই সংগ্রহ করুন লক্ষ্মীপুর জেলার বিখ্যাত ইতিহাস গ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি। 

কারণ 

চাকুরী প্রত্যাশী ছাড়াও লক্ষ্মীপুর সর্ম্পকে জানতে সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, গবেষক, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তাসহ যে কোন নাগরিকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে ইতোমধ্যে পরিচিত হয়েছে।

লক্ষ্মীপুরে পাওয়া যায়: 

১. টাউন লাইব্রেরি, চক বাজার, লক্ষ্মীপুর।

২. হাছানিয়া লাইব্রেরি, চক বাজার, লক্ষ্মীপুর।

৩. পাঠক বন্ধু লাইব্রেরি, কলেজ গেইট রামগঞ্জ, লক্ষ্মীপুর।

ঢাকায় পাওয়া যায়: 

১। পাঠশালা, ২২, আজিজ সুপার মার্কেট (নিচ তলা), শাহবাগ, ঢাকা।

২। রহমানিয়া লাইব্রেরী, ৪২/৪৩ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা। ( সদরঘাট, ১নং লালকুঠি গেইট সংলগ্ন)

মোবাইল ০১৭১১-৫৬২৫৭০ ০১৩০৯-০০৩০৩৪

অনলাইনে রকমারিতে পাওয়া যায়:

ঠিকানা: https://www.rokomari.com/book/174834/lokkhipur-diary

সরাসরি ক্রয় করতে পারেন:

ফেসবুকে Sana Ullah Sanu ঠিকানায় ফোন নংসহ ঠিকানা ইনবক্স বা 01511 022222 নাম্বারে ফোন করুন

লক্ষ্মীপুরের ইতিহাস আরও সংবাদ

Lakshmipur | লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর জেলার ইতিহাস | লক্ষ্মীপুর জেলার পরিচিতি

রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর আগমনের দিনে তাঁকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খ্যাতিতে ঐতিহ্যবাহী রামগতির মিষ্টি

২০ ফেব্রুয়ারি ১৯৭২: প্রথম রাষ্ট্রীয় সফর রামগতি ও ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিব

লক্ষ্মীপুর মটকা মসজিদ ভাঙ্গা হয়েছে ২০১৮ সালে | এখনো জীবন্ত আছে ডিসি ওয়েবসাইটে

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com