লক্ষ্মীপুর ডায়েরি থেকে: লক্ষ্মীপুরের অন্যতম ঐতিহ্যবাহী এলাকা ও ব্যবসা কেন্দ্রের নাম রায়পুর। রায়পুর বাজার, রায়পুর ইউনিয়ন এবং রায়পুর উপজেলা পৃথক প্রশাসনিক অবস্থান হলেও সব নামের উৎপত্তি একই। লক্ষ্মীপুরের জমিদারদের মধ্যে দালালবাজারের গৌর কিশোর রায়, রায়পুরের ক্ষেত্রনাথ রায়, শায়েস্তানগরের প্যারীলাল রায়, রায় বাহাদুর, তালুকদার মোহন রায়, মুন্সী মনোহর চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য।
ইতিহাসবিদদের ধারণা রায়পুরের ক্ষেত্রনাথ রায় বা শায়েস্তানগরের জমিদার রায় বাহাদুর বা তালুকদার মোহন রায় অথবা জমিদার প্যারীলাল রায়ের নামের পূর্বাংশ বা শেষাংশ রায় অনুসারে এলাকাটি নাম করণ করা হয় রায়পুর। তবে এদের মধ্যে ক্ষেত্রনাথ রায় ও রায় বাহাদুরের নাম বেশির ভাগ ইতিহাস লেখকগণ উল্লেখ করেছেন। তথ্যসূত্র: লক্ষ্মীপুর ডায়েরি
রায়পুর বিষয়ে আরো জানতে ‘‘লক্ষ্মীপুর ডায়েরি’’ সংগ্রহ করুন।
রায়পুর বাজারের পালাবদল:
রায়পুর বাজার বলতে বর্তমানে যে স্থান সেটি প্রাচীন রায়পুর নয়। প্রাচীন রায়পুর ছিল চর মোহনার দক্ষিণ রায়পুর মৌজাটি। এখানে দক্ষিণ রায়পুর নামে জমিদার ক্ষেত্রনাথ রায়দের একটি বাজার ছিল। ডাকাতিয়া নদীর ভাঙ্গনের কারণে বর্তমানের দেনায়েতপুর মৌজায় দক্ষিণ রায়পুর বাজারটি স্থানান্তরিত হলে এটিই রায়পুর নামে পরিচিতি লাভ করে। এছাড়া রায়পুর আশরাফগঞ্জ বাজার বা নতুন বাজার নামে থানা পরিষদের দক্ষিণ পশ্চিম পাশে একটি বাজার ছিল। জমিদার ক্ষেত্রনাথ রায়দের সাথে ধর্মীয় বিধিবিধান নিয়ে মতানৈক্য হলে মাওলানা আব্দুর রব জৈনপুরী আশরাফগঞ্জ বাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে আশরাফগঞ্জ বাজারের তেমন একটা অস্তিত্ব নেই।
সীমানাঃ উত্তরে ফরিদগঞ্জ এবং রামগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা, পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে বরিশালের হিজলা ও চাঁদপুরের হাইমচর উপজেলা এবং মেঘনা নদী।
পৃথিবীর মানচিত্রে রায়পুরের অবস্থানঃ ২২.৯৭ ডিগ্রী উত্তর থেকে ২২.৯৮ ডিগ্রী উত্তর এবং ৯০.৫৯ ডিগ্রী পূর্ব থেকে ৯০.৬৯ ডিগ্রী পূর্ব পর্যন্ত।
্আয়তন ও জনসংখ্যাঃ রায়পুরের আয়তন ৪৮৪২৮ একর বা ১৯৫.৯৮ বর্গ কিমি এবং জনসংখ্যা: ২৭৫১৬০ জন এবং শিক্ষার হার ৫১.১ %।
প্রশাসনিক ইউনিট: রায়পুর উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদ, ১টি পৌরসভা এবং ৮৩টি গ্রাম রয়েছে, লক্ষ্মীপুর-২ রায়পুর উপজেলার সংসদীয় আসন।
রায়পুর উপজেলার ইউনিয়ন সমূহঃ ১ নং উত্তর চর আবাবিল, ২ নং উত্তর চরবংশী, ৩ নং চর মোহনা, ৪ নং সোনাপুর, ৫ নং চর পাতা, ৬ নং কেরোয়া, ৭ নং বামনী, ৮ নং দক্ষিন চর বংশী, ৯ নং দক্ষিন চর আবাবিল এবং ১০ নং রায়পুর ইউনিয়ন।
তথ্য সূত্র: লক্ষ্মীপুর ডায়েরি
লক্ষ্মীপুর ডায়েরি সর্ম্পকে জানতে এ লিংকে ক্লিক করুন অথবা ভিজিট করুন www.lakshmipur24.com/ld
লক্ষ্মীপুর জেলা, রামগতি, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর সদর এবং কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর জেলার সকল পৌরসভা এবং ইউনিয়ন গুলো সর্ম্পকে আরো বিস্তারিত জানতে আজই সংগ্রহ করুন লক্ষ্মীপুর জেলার বিখ্যাত ইতিহাস গ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি।
কারণ
চাকুরী প্রত্যাশী ছাড়াও লক্ষ্মীপুর সর্ম্পকে জানতে সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, গবেষক, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তাসহ যে কোন নাগরিকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে ইতোমধ্যে পরিচিত হয়েছে।
লক্ষ্মীপুরে পাওয়া যায়:
১. টাউন লাইব্রেরি, চক বাজার, লক্ষ্মীপুর।
২. হাছানিয়া লাইব্রেরি, চক বাজার, লক্ষ্মীপুর।
৩. পাঠক বন্ধু লাইব্রেরি, কলেজ গেইট রামগঞ্জ, লক্ষ্মীপুর।
৪. ভাই ভাই লাইব্রেরি, মিয়াজী সুপার মার্টেক ( ইসলামী ব্যাংকের নিচে), রায়পুর, লক্ষ্মীপুর।
ফোন: ০১৭৩২ ৭০৪১৫৬
ঢাকায় পাওয়া যায়:
১। পাঠশালা, ২২, আজিজ সুপার মার্কেট (নিচ তলা), শাহবাগ, ঢাকা।
২। রহমানিয়া লাইব্রেরী, ৪২/৪৩ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা। ( সদরঘাট, ১নং লালকুঠি গেইট সংলগ্ন)
মোবাইল ০১৭১১-৫৬২৫৭০ ০১৩০৯-০০৩০৩৪
অনলাইনে রকমারিতে পাওয়া যায়:
ঠিকানা: https://www.rokomari.com/book/174834/lokkhipur-diary
সরাসরি ক্রয় করতে পারেন:
ফেসবুকে Sana Ullah Sanu ঠিকানায় ফোন নংসহ ঠিকানা ইনবক্স বা 01511 022222 নাম্বারে ফোন করুন
0Share