লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান ও স্থাপনাগুলো মধ্যে রামগতি উপজেলার বানী ভবানী কামদা মঠ অন্যতম।
বানী ভবানী কামদা মঠে চির বিদায় নিয়ে গুমিয়ে আছেন স্বর্গীয় ভবানী সাহা, আজ (১৭ সেপ্টেম্বর) তাঁর ১০৯ তম মৃত্যু বার্ষিকী, এ উপলক্ষে রামগতিতে পালিত তাঁর মৃত্যু বার্ষিকী।
স¤প্রদায়িক সামপ্রতিক সমন্বয়ের আদি পুরোদা ভবানী চরন সাহার জন্মস্থান রামগতিতে যিঁনি যুগ যুগ ধরে অসম্প্রদায়িক চেতনায় বহু অনুদান অবদান দিয়েছিলেন।
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের প্রতিষ্ঠাতা এবং রামগতি ষ্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদের জমিদাতা। স্বর্গীয় ভবানী চরন সাহা’র মৃত্যুর পর এলাকাবাসীর আবদারে তাঁর স্ত্রী কামেশ্বরী বালা সাহা প্রতিষ্ঠিত করেন রামগতি বি.বি.কে. পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়। মহৎ এ অনুদানে রামগতি দক্ষিণ অঞ্চলের হত দরিদ্র মানুষের পড়ালেখার বিরাট সুযোগ পেয়েছিল।
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উত্তরসূরী ও ভক্তবৃন্দের সহযোগীতায় বিভিন্ন পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে স্বর্গীয় ভবানী সাহার ১০৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আরতি কীর্ত্তন ও আলোচনা সভা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভবানী সাহার বাড়ির সেন্টু লাল সাহা ও শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী বলেন, স্বর্গীয় ভবানী চরন সাহা রামগতি দক্ষিণ অঞ্চলের তৎকালীন জমিদার ছিলেন, তিঁনি ওই সময় মন্দির প্রতিষ্ঠা করে সনাতন ধর্মাবলস্বীদের পূজা-অর্চনা করার সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য: ১০০ বছরেরও অধিক পুরানো স্বর্গীয় বানী, ভবানী ও স্বর্গীয়া কামেশ্বরী সাহার স্মৃতি মন্দির যাহা বানী ভবানী কামদা মঠ নামে সু-পরিচিত।
0Share