লক্ষ্মীপুর। বাংলাদেশের মধ্য উপকূলীয় এবং চট্টগ্রাম বিভাগের অধীন দেশের ৫১তম জেলা। সাবেক বৃহত্তর নোয়াখালীর পশ্চিমাঞ্চল এবং মেঘনানদীর পূর্ব পাড়ের কিছু এলাকা নিয়ে গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। এ জেলার শতকরা ৯৯ ভাগ এলাকা গ্রামীণ। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের কুল ঘেঁষে গড়ে ওঠা এ জেলা বরাবর সর্বদক্ষিণে পৃথিবীর আর কোন দেশ নেই।
বিস্তারিত জানতে পারেন লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলের ডিজিটাল প্রতিবেদনে…
লক্ষ্মীপুর জেলা নারিকেল, সুপারি, সয়াবিন এবং ইলিশের জন্য সারা দেশে বিখ্যাত । ওর্য়াল্ড এটলাসের তথ্যমতে সারা পৃথিবীতে সয়াবিন উৎপাদনকারী স্থানের মধ্যে লক্ষ্মীপুর ৩৫তম এবং বাংলাদেশে সয়াবিন উৎপাদনকারী ১ নম্বর জেলা। এ জেলা ইলিশ উৎপাদনে সারাদেশে ৩য়, নারিকেল উৎপাদনে ২য় এবং সুপারি উৎপাদনে ১ম।
লক্ষ্মীপুর জেলার ব্র্যান্ডিং নামঃ সয়াল্যান্ড লক্ষ্মীপুর। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় লক্ষ্মীপুরের ঘিগজ মুড়ি এবং মহিষের টক দই যুগযুগ ধরে সুপরিচিত।
নদী ভাঙ্গন এ জেলার প্রধান সমস্যা।
বিস্তারিত জানতে পারেন লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ফেসবুক পেইজের ডিজিটাল প্রতিবেদনে…
0Share