নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে থানা ঘোষনা করায় সোমবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় চন্দ্রগঞ্জ বাজারে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। এসময় চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
মিছিলটি চন্দ্রগঞ্জ বাজারের নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহিম, ব্যবসায়ী আবদুল কুদ্দুস, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এড. রহমত উল্যা বিপ্লব, সাংস্কৃতিক কর্মী আইনুল আহমেদ তানভীর, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদসহ এলাকার বিপুল পরিমান মানুষ অংশ নেয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন জানান, গত সোমবার প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় চন্দ্রগঞ্জ থানা অনুমোদন দেয়া হয়। চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রেকে থানায় উন্নীত করে সন্ত্রাস কবলিত লক্ষ্মীপুর সদর উপজেলার পুর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি বাস্তবায়ন করেছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এজন্য সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্বাঞ্চলের মানুষের র্দীঘ দনিরে স্বপ্নছলি চন্দ্রগঞ্জকে থানা হিসেবে ঘোষনা করা। বর্তমানে চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর, দত্তপাড়া, মান্দারী, দিঘলী, চরশাহী, কুশাখালী ও বশিকপুর ইউনিয়নের প্রায় তিন লক্ষ মানুষ নিয়ে এ নতুন থানা গঠিত হয়।
0Share