লক্ষ্মীপুর জেলা থেকে প্রকাশিত ডিজিটাল গণমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ১০ বছর পার করে ১১তম বছরে পর্দাণ করেছে। ২০১২ সালের ২৬ মার্চ এ প্রতিষ্ঠিানটি ডিজিটাল মিডিয়া হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুর২৪ সকল পাঠক ও দর্শকদের অভিনন্দন জানাচ্ছে।
২০১২ সালে লক্ষ্মীপুর২৪ যখন কার্যক্রম শুরু করে তখন এ জেলায় অনলাইনে পত্রিকা পড়ার ধারণাটি ছিল পাঠকদের কাছে নতুন। সে সময় জিপিআরএস এবং এজস প্রযুক্তির ইন্টারনেটে শুধু পত্রিকা পড়া যেত। কোন ধরনের ভিডিও দেখা যেত না। তখন ফেসবুক আর ইউটিউবেরও এত আধিপত্য ছিল না।
বর্তমানে লক্ষ্মীপুর২৪ সংবাদ ছাপানোর পাশাপাশি সংবাদ দেখিনোর কাজও করছে। অন্যদিকে লক্ষ্মীপুর২৪ শুধু সংবাদ প্রকাশই করছে না, এটি লক্ষ্মীপুর জেলার পুর্নাঙ্গ তথ্য ভান্ডার হিসেবে গড়ে ওঠছে। সে প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৮ সালে লক্ষ্মীপুর২৪ এর অধীনেই প্রকাশিত লক্ষ্মীপুর জেলার ইতিহাস গ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি। ৬২৪ পৃষ্ঠার এ গ্রন্থটি পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হয়।
২০২০ সালে লক্ষ্মীপুর জেলার থীম সং সে জন বাহাদুর প্রকাশ করে লক্ষ্মীপুর২৪। ২০২০ সালের মে মাস থেকে প্রচার করছে আঞ্চলিক ভাষার অনুষ্ঠান হাতদিনের লক্কুরা। নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ এবং বিশেষ বিশেষ সময় প্রিণ্ট প্রকাশনার মাধ্যমে লক্ষ্মীপুর২৪ সকল কার্যক্রম সম্পন্ন করে।
লক্ষ্মীপুর২৪ এর ধারাবাহিক অগ্রগতিতে সকল পাঠক, দর্শক ও প্রতিনিধি, ও কলাকৌশলীদের প্রতি প্রাণঢাকা অভিনন্দন।
0Share