নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়েখ মুফতি আব্দুল মতিনের সমর্থনে এক বিশাল রিকশা শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে আয়োজিত এই শোডাউন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
শোডাউনটি তোরাবগঞ্জ বাজার থেকে যাত্রা শুরু করে হাজিরহাট মিল্লাত একাডেমি প্রদক্ষিণ করে। পরে লরেন্স হাই স্কুল মাঠে এসে শোভাযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, প্রায় দুই শতাধিক রিকশা এতে অংশ নেয়, যা পুরো এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী শায়েখ মুফতি আব্দুল মতিন সাহেবকে নির্বাচিত করার আহ্বান জানান। একই সঙ্গে আট দলের জোটের মনোনীত প্রার্থীর পক্ষে জনসমর্থনের ধারাবাহিকতা বজায় রাখার বার্তাও দেওয়া হয়।
মাঠপর্যায়ে এ জোটে সক্রিয়ভাবে কাজ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা। প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসকে শাইখুল হাদীস সাহেবের মূল সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, আর সেখান থেকে পৃথক হয়ে গঠিত আরেকটি সংগঠন হলো খেলাফত মজলিস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আল ফারুক। তাঁর সার্বিক তত্ত্বাবধানে পুরো শোডাউনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। শোডাউনে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আহমদ হুসাইন, জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আল মাহমুদসহ কমলনগর–রামগতি উপজেলার অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।



0Share