“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪।
রবিবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকালে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া, বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলামের উপাস্থাপনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিপিপি প্রতিনিধিগণ সহ প্রমুখ ।
এসময় সিপিপি সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে সিপিপি টিম লিডার মীর খবির উদ্দিনের নেতৃত্বে এবং বড়খেরী ও চরগাজী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে রামগতি বাজারে একটি বর্নাঢ্য র্যালি বের করে।
মিসু সাহা নিক্কন/24/03
16Share