প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে। এ উপলক্ষে লেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়। উক্ত এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাহিদ হোসেন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিগণ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।
মেলায় প্রদর্শনীর মধ্যে ছিল, উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি, প্রাণি প্রযুক্তি, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের স্টল। দপ্তরের ৩ টি ষ্টল নিয়ে মোট ২৪ টি ষ্টল নিয়ে দিনব্যাপী চলে এ জমজমাট মেলা। প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। এতে সফল খামারীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য: প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনের কৌশল ও পরামর্শ প্রদান এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করাই ছিল এ প্রদর্শনীর উদ্দেশ্য।
মিসু সাহা নিক্কন/barta-04-24
0Share