লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার।
আজ শুক্রবার (৮ জুলাই) দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভের কাজ সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ আলম, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ পরিদর্শন শেষে তিঁনি চর পোড়াগাছা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও আলেকজান্ডার বেড়িবাঁধ পরিদর্শন করেন।
117Share