২য় ধাপে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এদিকে প্রতীক বরাদ্দের পর চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপক প্রচার-প্রচারণা জমে উঠেছে। চেয়ারম্যান থেকে শুরু করে ইউ.পি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ-প্রার্থীরা দিন-রাত প্রচার-প্রচারণায় সময় কাটাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের চলছে ভোট প্রার্থনা।
কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের সাদা-কালো পোস্টারে ছেঁয়ে গেছে চরগাজী এলাকার অলিগলি। নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সভা করে জনগণের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের পরিবারের সদস্যরাও প্রচারণার মাঠে নেমেছে জোরেসোরে।
বর্তমানে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ইউ.পি সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই করছেন। এরআগে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ইউ.পি সদস্যদের প্রচার-প্রচারণা চোখে পড়ার মত।
উল্লেখ্য: লক্ষ্মীপুুরের উপকূলীয় অঞ্চল মেঘনা নদীর তীরবর্তী এ উপজেলার সবচেয়ে জনবহুল ইউনিয়ন ৯নং চরগাজী। বর্তমানে এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ২৫ হাজার ১৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৮৬ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৯৭৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ১১টি।
21Share