লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য সংরক্ষিত নারী সদস্য এবং চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত ৯নং চরগাজীর ইউপি চেয়ারম্যান মোঃ তাওহীদুল ইসলাম সুমন। উক্ত শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।
এদিকে চরগাজী ইউনিয়ন ও চর আলেকজান্ডার ইউনিয়নের এক ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ শপথ গ্রহন করেন। উক্ত শপথ বাক্য পাঠ করান রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
উল্লেখ্য: চরগাজী ইউপি পরিষদ নির্বাচন গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় এবং চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত হওয়ার চার বছর পর গত ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
253Share