“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর শাখা। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মোঃ ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সংগঠনটির সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সাহাব উদ্দিন মিয়া।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, জেলা জর্জ আদালতের পিপি এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
এসময় দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আন্দোলন সংগ্রামে একত্রে কাজ করার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়। শোকের মাসে বিএনপির অরাজকতা ও নাশকতা প্রস্তুতি নসাৎ করতে শ্রমিকলীগ মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর জেলা শাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চেয়ে সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে গণভোজের আয়োজন করে।
232Share