ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শীঘ্রই আরো একটি নতুন ফেরিঘাট স্থাপিত হচ্ছে। নতুন সে ফেরিঘাটটি স্থাপিত হবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের মতিরহাটে। বুধবার(৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সভাকক্ষে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের বিভিন্ন সমস্যা নিরসন লক্ষ্যে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা শেষে ভোলা জেলা প্রশাসক মতিরহাটে নতুন ফেরিঘাট স্থাপিত হচ্ছে বলে তার ফেসবুক ওয়ালে জানান এবং সভায় যোগদানকারি এক সদস্য লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেন।
সভায় বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবগণ, সংশ্লিষ্ট মন্ত্রনায়য়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ভোলা ও লক্ষ্মীপুরের বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের আরো খবর পড়ুন:
লক্ষ্মীপুরের ফেরিঘাট পরিবর্তন চেয়ে মন্ত্রনালয়ে ভোলা জেলা প্রশাসকের আবেদন
বিশ্ব ব্যাংক প্রকল্পের আওতায় মতিরহাট-ভোলা ফেরিঘাট হচ্ছে
যাত্রীদের দাবি ভোলা-মজুচেীধুরীরহাটের পরিবর্তে ভোলা-মতিরহাট ফেরি রুট
নাব্য সংকটে হুমকির মুখে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুট
লক্ষ্মীপুর-ভোলা ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় গন্তব্যে যাত্রা: লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল ফেরি সংকট
ফেরি সমস্যায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে গাড়ির জট
আবারো সংকটে লক্ষ্মীপুর-ভোলা নৌ রুট
নৌ বন্দর স্থাপনের সম্ভাব্যতা ও ফেরিঘাট পরিদর্শনে বুধবার লক্ষ্মীপুর আসছেন নৌ-মন্ত্রী শাহজাহান খান
0Share